নিজস্ব প্রতিবেদক

  ০১ এপ্রিল, ২০১৯

গণশুনানিতে বক্তারা

আকিজ বায়াক্স ফিল্মসের কেজিপ্রতি মূল্য ২০২ টাকা

স্থানীয়ভাবে বায়াক্সিয়ালি ওরিয়েন্টেড পলি প্রোপাইলিন ফিল্ম (বিওপিপি) উৎপাদনকারী শিল্পের শুল্ক নীতি বিষয়ে গণশুনানিতে বক্তরা বলেছেন, আকিজ বায়াক্স ফিল্মসের মূল্য সংযোজন করসহ প্রতিষ্ঠানটির নন-হিট সিলেবল ট্রান্সপারেন্ট ফিল্মসের উৎপাদন খরচ দাঁড়ায় কেজিপ্রতি ২০২ টাকা ১ পয়সা। এদিকে ট্যারিপ কমিশন সংগৃহীত বাজারদর যাচাই করে দাম পেয়েছে ১৫৮ টাকা। যা ভ্যাটসহ দাঁড়ায় ১৮১ টাকা ৭০ পয়সা। সুতারাং স্থানীয় উৎপাদন আর আমদানিতে দামে প্রার্থক্য রয়েছে। গতকাল রোববার বাংলাদেশ ট্যারিপ কমিশন আয়োজিত গণশুনানিতে বক্তারা এসব কথা বলেন।

গণশুনানিতে বক্তব্য দেন বাংলাদেশ ট্যারিপ কমিশনের চেয়ারম্যান জোতির্ময় দত্ত, সিনিয়র সদস্য শেখ আবদুল মান্নান, মোস্তফা আলী খান, শাহ মো. আবু রায়হান আল বেরুনী, জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি ও আকিজ বায়াক্স ফিল্মসের প্রতিনিধি।

জোতির্ময় দত্ত বলেন, এ গণশুনানিতে কয়েকটি বিষয় ওঠে এসেছে। প্রথমত কাঁচামালের শুল্ক কমানো, দ্বিতীয়ত কর বাড়িয়ে দেওয়াসহ আমদানি বন্ধ করে দেওয়া। এ বিষয়গুলো নিয়ে আরো স্টাডি করতে হবে। তবে এখনি কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close