যশোর প্রতিনিধি

  ২৩ মার্চ, ২০১৯

যশোরে ছেলের হাতে বাবা খুন

যশোরের মনিরামপুর উপজেলার অর্থসংক্রান্ত বিরোধে ছেলের হাতে খুন হয়েছেন বাবা তাজুল ইসলাম পাটোয়ারী। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে সন্ধ্যার পর নিহতের স্ত্রী, দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। এ ঘটনার পর থেকে ঘাতক ছেলে আনোয়ার নিখোঁজ রয়েছে। এলাকাবাসী জানায়, তাজুল ইসলামের দুই ছেলে আনোয়ার হোসেন এবং হুমায়ুন কবীর বেশ কয়েক বছর ধরে মালয়েশিয়ায় চাকরি করতেন। এরই মধ্যে তারা দুই ভাই মালয়েশিয়া থেকে বাবার কাছে প্রায় ১৫ লাখ টাকা পাঠান। সম্প্রতি দুই ছেলে বাড়িতে এসে বাবার কাছে ওই টাকার হিসাব চান। কিন্তু বাবা সেই টাকার হিসাব দিতে পারেননি। এ নিয়ে বাবার সঙ্গে দুই ভাইয়ের ভুল বোঝাবুঝি হয়। গতমাসে ছোট ছেলে হুমায়ুন কবীর মালয়েশিয়া ফিরে যান। বড় ছেলে আনোয়ার বর্তমানে বাড়িতে রয়েছেন। ওই টাকার হিসাব নিয়ে আনোয়ারের সঙ্গে বাবার ঝগড়া চলে আসছিল। নিহতের ভাই প্রত্যক্ষদর্শী মাজু মিয়া জানান, শুক্রবার তাজুল এবং ছেলে আনোয়ার গ্রামের মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে বাড়িতে আসেন। দুপুর আড়াইটার দিকে ঘরের মধ্যে ওই টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে আনোয়ার হোসেন লোহার শাবল দিয়ে ঘাড়ে এবং পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তাজুল ইসলাম নিহত হন। তবে অপর প্রত্যক্ষদর্শী বড় ছেলে আনোয়ারের স্ত্রী মুন্নি খাতুন জানান, টাকা নিয়ে ছেলে এবং বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ট্রোক করে বাবার মৃত্যু হয়। খবর পেয়ে বিকেলে মনিরামপুর থানার ওসি (সার্বিক) সহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close