খুলনা প্রতিনিধি

  ২০ মার্চ, ২০১৯

খুলনায় ৯ পাটকলের ধর্মঘট স্থগিত

৯ দফা দাবিতে খুলনার ৯টি পাটকলে চলা ধর্মঘট আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। গত সোমবার রাতে এ ধর্মঘট স্থগিত করা হয়। শ্রমিকদের দাবির ব্যাপারে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান আলোচনার আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করা হয় বলে জানিয়েছেন মিলের কর্মকর্তারা।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা জানান, বিজেএমসি চেয়ারম্যান আগামী ২৮ মার্চের মধ্যে মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। সে কারণে পাটকলের ধর্মঘট ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া বিজিএমসি চেয়ারম্যান এপ্রিলের প্রথম সপ্তাহে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অন্য আটটি দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। দাবিগুলো হলোÑ সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদসহ উল্লিখিত দাবি এবং সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটি ও মৃত শ্রমিকের বীমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনঃবহাল, বরখাস্ত শ্রমিক-কর্মচারীদের শ্রম আদালত ও শ্রম ট্রাইব্যুনালে মামলার রায় পাওয়ার পর কর্তৃপক্ষ নিয়োগকৃত আইনজীবী মামলা না চালানোর মতামত দেওয়া সত্ত্বেও বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) উচ্চআদালতে আপিল করায় মিলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close