আন্তর্জাতিক ডেস্ক

  ২০ মার্চ, ২০১৯

দুই স্ত্রীর খরচ জোগাতে জালনোট

দুই স্ত্রীর একজন মডেল, অন্যজন গৃহবধূ। তাদের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন স্বামী। তাই এক প্রকার বাধ্য হয়েই নাকি ছাপিয়েছেন কয়েক লাখ টাকার জাল টাকার নোট। এমন ঘটনায় এরই মধ্যে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম দেবকুমার রামরতন প্যাটেল (৩৭)। পেশায় একজন চিত্রলেখক। তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। গত সোমবার মুম্বাইয়ের বোরিভলির এসভি রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত রামরতন ভারতীয় মুদ্রায় অন্তত ১৫ লাখ টাকার জালনোট ছাপিয়েছেন। এরপর একটি ব্যাগ নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেড়ান। এসব জালনোট মধ্যপ্রদেশে পাচারের কথা ছিল। কিন্তু তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ গ্রেফতার করে। এরপর তার বাড়ি থেকেও পুলিশ তল্লাশি চালিয়ে ২০০০, ৫০০ ও ২০০ রুপি নোটের প্রায় ৫ লাখ রুপির জালনোট উদ্ধার করে। সঙ্গে একটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টারও উদ্ধার করে পুলিশ। জেলায় অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশকে জানায়, দুই স্ত্রীর খরচ চালানো তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল, তাই বাধ্য হয়ে এ কাজে নেমেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close