চট্টগ্রাম ব্যুরো

  ১৯ মার্চ, ২০১৯

চট্টগ্রাম রিহ্যাব মেলায় ৩৭৫ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি

৫০০ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এবার বিক্রি হয়েছে ৩৭৫ কোটি টাকার ফ্ল্যাট। চট্টগ্রামে রিহ্যাব মেলার শেষ দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকলেও আয়োজকরা এই তথ্য জানান। নগরের হোটেল র‌্যাডিসনে চার দিনের মেলার শেষ দিন ছিল রোববার। সরকারি ছুটির দিন থাকায় দর্শনার্থীর ভিড় বেড়েছিল। মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, দর্শনার্থী সমাগম হলেও ফ্ল্যাট বিক্রি কম। রিহ্যাব চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান আবদুল কাইয়ুম চৌধুরী জানান, দর্শনার্থীদের সাড়া ভালো ছিল। কিন্তু যে পরিমাণ আশা করেছিলাম, তা পূরণ হয়নি। তবে কমও হয়নি। এবার ৩৭৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিক্রি হয়েছে। মেলায় অংশ নেওয়া একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, মেলায় মধ্যবিত্তরাই বেশি এসেছেন। ১১০০ থেকে ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের ক্রেতাই ছিল বেশি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, এখনো আবাসন ব্যবসায়ীদের ওপর আস্থা ফিরে আসেনি। একটি ভবন নির্মাণ হতে দুই বছর সময় লাগলেও অনেকে পাঁচ বছরেও ক্রেতাদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারে না। তাই সাধারণ মানুষ আবাসন ব্যবসায়ীদের এখনো বিশ্বাস করতে পারছে না। তবে ধীরে ধীরে এই আস্থার জায়গাটি তৈরি হচ্ছে। মেলায় মানুষ এসে বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে ধারণা নিচ্ছেন। এবারের মেলায় ৫৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গৃহনির্মাণ সমগ্রীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহঋণ সংস্থা, বিভিন্ন ব্যাংকও মেলায় স্টল দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close