সিংড়া (নাটোর) প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০১৯

মিথ্যা মামলা দিয়ে নিজেই গ্রেফতার

নাটোরের সিংড়ায় মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার অপরাধে জাহাঙ্গীর নামে এ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এলাকায় যাদের সঙ্গে তার মতবিরোধ রয়েছে, তাদের বিরুদ্ধে স্থানীয়দের ফুসলিয়ে মামলা করতেন জাহাঙ্গীর। শুধু একটি মামলা করেই চুপ থাকতেন না তিনি। ওই মামলায় পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে অভিযুক্ত ব্যক্তির সম্পৃক্ততা না পেয়ে যদি তাকে গ্রেফতার করা থেকে বিরত থাকত তা হলে জাহাঙ্গীর অভিযুক্ত ব্যক্তির নামে করতেন আরো একাধিক মামলা। অবশেষে শেষ রক্ষা হলো না সেই জাহাঙ্গীরের। মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগে এবার তাকেই যেতে হলো শ্রীঘরে। জাহাঙ্গীর উপজেলার সুকাশ ইউনিয়নের বেলোয়া গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, স্থানীয় সাইফুল নামের এক ইলেকট্রিশিয়ানকে কিছুদিন আগে মারধর করে অজ্ঞাত কিছু ব্যক্তি। ওই সুযোগকে কাজে লাগান জাহাঙ্গীর। স্থানীয় নকুল ও সুশীল নামের দুই ব্যক্তির সঙ্গে আগে থেকেই মতবিরোধ ছিল জাহাঙ্গীরের। সাইফুলকে ভুল বুঝিয়ে নকুল ও সুশীলের বিরুদ্ধে আদালতে মামলা করান জাহাঙ্গীর। তবে পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে নকুল ও সুশীলের কোনো সম্পৃক্ততা না পেয়ে তাদের গ্রেফতার করা থেকে বিরত থাকে। এতে ক্ষেপে যান জাহাঙ্গীর। নিজের শ্বশুরবাড়িতে গত ১৩ ফেব্রুয়ারি চুরির ঘটনায় আবারও মিথ্যা মামলা করেন জাহাঙ্গীর। আবার আসামি করা হয় নকুল ও সুশীলকে। এ ঘটনার তদন্তে এসে জাহাঙ্গীরের অসংলগ্ন আচরণে সন্দেহ হলে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close