সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০১৯

সিরাজগঞ্জে মন্দিরভিত্তিক গণশিক্ষার ওপর কর্মশালা

মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম পঞ্চম পর্যায় শীর্ষক প্রকল্পের ওপর সিরাজগঞ্জে কর্মশালা হয়েছে। সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়ামে গতকাল শুক্রবার এ কর্মশালায় প্রধান অতিথি অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস বলেন, ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যদিয়ে দেশে সাম্প্রদায়িক শক্তি থাবা বিস্তার করেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন অসম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। তিনি আরো জানান, স্কুল থেকে ঝরেপড়া শিক্ষার্থীদের ধরে রাখার সব রকমের ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন, ২০০৩ সালে শুরু হওয়া এ প্রকল্পে সিরাজগঞ্জে ৮০টি শিক্ষাকেন্দ্রে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি নৈতিক মূল্যবোধ অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিক্ষিকা দীপিকা সাহা, সহকারী প্রকল্প পরিচালক জাকির হোসেন রানা, আইনজীবী রঞ্জিত কুমার মন্ডল, সন্তোষ কুমার কানু, মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল ও স্বপন কুমার রায় প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close