নিজস্ব প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা নিন্দনীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে মুসল্লিদের ওপর যে হামলা হয়েছে তার নিন্দা করার ভাষা তার জানা নেই। তিনি বলেন, ‘এই বর্বরোচিত ঘটনা নিন্দনীয় এবং এই ঘৃন্য ঘটনা বর্ণাতীত।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল আমাদের দেশে আসার আগে আমাদের নিরাপত্তা নিয়ে নানা কথা বলেছিল। আমরা তাদের বলেছিলাম তারা সম্পূর্ণ নিরাপদে থাকবে যেমনভাবে আমাদের ভিআইপিরা থাকেন, সেভাবেই থাকবেন। আমরা সেটা করেছি। কিন্তু নিউজিল্যান্ড কেন সেটা করেনি, তা জানি না।’ মন্ত্রী আরো বলেন, ‘সেখানে কারা কারা গুলিবিদ্ধ হয়েছেন তা আমরা জানি এবং আমরা আরো জানতে চেষ্টা করছি। আমাদের ক্রিকেট টিম সিদ্ধান্ত নিয়েছে, তারা চলে আসবে।’ অনুষ্ঠানে তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্দেশ্যে বলেন, ‘গত ১৮ বছরে আপনারা ১০ লাখ ইউনিট রক্ত সরবরাহ করেছেন। দেশের মোট চাহিদার সাত ভাগের এক ভাগ রক্ত আপনারা সরবরাহ করেছেন। রক্তদান কর্মসূচি দিয়ে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে, তার মধ্যে কোয়ান্টাম ফাউন্ডেশন বলিষ্ঠ ভূমিকা পালন করছে।’ স্বেচ্ছায় রক্তদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ধন্যবাদ জানাই, কারণ আপনারা মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে তুলছেন। সম্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেলিয়েটিভ মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাজিম উদ্দিন আহমদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারী এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close