জাবি প্রতিনিধি

  ১৩ মার্চ, ২০১৯

জাবিতে শোভাযাত্রা

নারী ও পুরুষ পরস্পরের বন্ধু

‘ভাবি সমান, হই চৌকস, বদলাই নতুনে’Ñ এ প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে উপাচার্যের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম আনন্দ শোভাযাত্রা উদ্বোধনের মাধ্যমে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উদ্বোধক বলেন, নারী ও পুরুষÑ একে অপরের বন্ধু। শোভাযাত্রাটি ক্যাম্পাসের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধনকালে অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘নারী ও পুরুষ পরস্পর সঙ্গী। কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয় এবং বিচ্ছিন্ন থাকতে পারেন না। সেজন্য পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সঙ্গে এগিয়ে যাওয়া জরুরি।’

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দুপুরে জহির রায়হান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close