প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ মার্চ, ২০১৯

৯ দফা দাবি

পাটকল শ্রমিকদের লাল পতাকা মিছিল

পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে আগামী ১২ ও ১৩ মার্চ ধর্মঘট পালনের লক্ষ্যে লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেছেন পাটকল শ্রমিকরা। গতকাল রোববার খুলনা, নরসিংদী ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

খুলনা ব্যুরো : ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। রোববার সকাল ১০টায় লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল নিয়ে খালিশপুর-নতুন রাস্তায় প্রায় ৫০ হাজার শ্রমিক বিক্ষোভ করেন। মিছিলের আগে শ্রমিকরা এ সময় পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি সরদার মোতাহার উদ্দীন, শ্রমিক লীগ নেতা মুরাদ হোসেন, হেমায়েত উদ্দীন আজাদী ও খলিলুর রহমানসহ সিবিএ-নন সিবিএ নেতারা বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫-এর রোয়েদাদসহ উল্লিখিত দাবি ও সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্র্যাচুইটি ও নিহত শ্রমিকের বিমার বকেয়া প্রদান, বরখাস্তকৃত শ্রমিকদের কাজে পুনঃবহাল, বরখাস্তকৃত শ্রমিক-কর্মচারীদের শ্রম আদালত ও শ্রম ট্রাইব্যুনালে মামলার রায় পাওয়ার পর কর্তৃপক্ষ নিয়োগকৃত আইনজীবী মামলা না চালানোর মতামত দেওয়া সত্ত্বেও বিজেএমসি উচ্চতর আদালতে আপিল করার ফলে মিলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, সেটআপ অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের নিয়োগ স্থায়ীকরণ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ ৯ দফা বাস্তবায়নের জন্য তাদের এ আন্দোলন।

নরসিংদী : গতকাল রোববার সকাল ১০টায় মিলের উৎপাদন বন্ধ রেখে প্রায় ৩ হাজার শ্রমিক ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিলের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে মিলের সিবিএ সভাপতি ইউসুফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি সাহেব আলী, সহসম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

সীতাকুন্ড (চট্টগ্রাম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে লাল পতাকা মিছিল করেছেন রাষ্ট্রায়ত্ত চারটি পাটকল কারখানার শ্রমিক-কর্মচারীরা। রোববার সকালে কেন্দ্রীয় সিদ্ধান্তে উপজেলার সব পাটকল প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রালফ্রা হাবিব কারখানার সাড়ে তিন শতাধিক শ্রমিক-কর্মচারী মহাসড়কে লাল পতাকা মিছিল করেন। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গালফ্রা হাবিব সিবিএ সভাপতি শরিয়ত উল্লাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম পাটোয়ারী, শফি উল্লাহ, নুরুল আলম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close