নিজস্ব প্রতিবেদক

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

আলোচনা সভায় বক্তারা

পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

নৈসর্গিক সৌন্দর্য, প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ বাংলাদেশের পর্যটন শিল্প বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষকে আকৃষ্ট করেছে। এ কারণেই বাংলাদেশে পর্যটন শিল্পের রয়েছে অপার সম্ভাবনা। বিশ্বের অন্যান্য দেশের মতো দেশের পর্যটন শিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশ’ আয়োজিত ‘বহির্বিশ্বে ছড়িয়ে পড়–ক বাংলাদেশ’ সেøাগানে ‘পর্যটন শিল্পের বিকাশ, উন্নয়ন ও নিরাপদ ভ্রমণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন।

বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় ৫০০’ ছোট-বড় প্রাকৃতিক ও ঐতিহাসিক পর্যটন কেন্দ্র রয়েছে, যা বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষকে আকৃষ্ট করছে। এ শিল্পের আরো বিকাশ দরকার। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বাংলাদেশের পর্যটন খাত অপার সম্ভাবনাময়। এই খাত সমৃদ্ধ হলে দেশ আরো সমৃদ্ধ হবে। কর্মসংস্থান বাড়বে।

প্রধান আলোচক জি-টিভি ও সারা বাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, পর্যটন সেক্টর নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ হচ্ছে না, এ কারণে এ শিল্প অনেক পিছিয়ে আছে। পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে ট্যুরিজম বোর্ডকে নতুনভাবে সাজাতে হবে।

ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশের চেয়ারম্যান জাহাঙ্গীর খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদুল হক, ট্যুরিস্ট পুলিশের এসপি ড. আশরাফুর রহমান, ডিএমপি’র এডিসি মাহফুজা আক্তার শিমুল, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মানবসম্পদ বিভাগের প্রধান সায়েকা হকসহ অনেকে। আলোচনা সভা পরিচালনা করেন ট্যুরিস্ট হ্যাভেন বাংলাদেশের মহাসচিব রোকন উদ্দিন পাঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close