বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ১৭ ফেব্রুয়ারি, ২০১৯

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি দরকার

রাসিক মেয়র

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জলবায়ু পরিবর্তনে পরিবেশ ও ফসলের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এই প্রভাব মোকাবিলায় আমাদের এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। শনিবার সকালে নগরভবনের সরিৎ দত্তগুপ্ত কনফারেন্স রুমে আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউআইএমসিসি) প্রকল্পের আওতায় ছাগল পালন প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গরিব মানুষের আর্থিক সচ্ছলতার জন্য ছাগল প্রদান করার উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে এটি আরো বড় পরিসরে করার আহ্বান জানান মেয়র।

সচেতন-এর নির্বাহী পরিচালক হাসিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, সচিব রেজাউল করিম, স্থানীয় দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close