নিজস্ব প্রতিবেদক

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

ইসিকে দুষলেন জাফরুল্লাহ

নির্বাচন কমিশনের (ইসি) ইমামতিতে ৩০ ডিসেম্বরই দে?শে গণতন্ত্র শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘একাদশ জাতীয়ে সংসদ নির্বাচনে ইসি গণতন্ত্রকে হত্যা করেছেন। আর গণতন্ত্রের কবর হলে তার পরিণতি যে কী হয়, দুই মাসের মধ্যে তার চিত্র ফুটে উঠেছে। বিজিবি ঠাকুরগাঁওয়ে মানুষ হত্যা করেছে। কিন্তু এ ব্যাপারে কারো কোনো উদ্যোগ নিতে দেখছি না।’

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিজিবি ঠাকুরগাঁওয়ে মানুষ হত্যা করেছে, গরুচোরের অপবাদ দিয়েছে। অথচ জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলার কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানেন না।’ গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম ছাড়া উপায় নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আজ মানুষ সম্মেলন করার অনুমতি পাচ্ছে না। তাই সব রাজনৈতিক দল একত্র হয়ে রাস্তায় না নামলে গণতন্ত্র মুক্তি পাবে না। আমি সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি, ছোটখাটো ভুলভ্রান্তি ভুলে গিয়ে একসঙ্গে রাস্তায় নামুন।’ সরকারের বিচারব্যবস্থায় খালেদা জিয়া মুক্তি পাবে না ন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘খালেদা জিয়া সরকারদলীয় বিচারব্যবস্থায় সুবিচার পাবেন না। তাকে জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে। সবাই সম্মিলিতভাবে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাহলে তিনি মুক্তি পাবেন।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে¡ মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জিনাফ সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও বিএনপি নেতা সুরঞ্জন ঘোষ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close