গাজীপুর প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

গাজীপুরে কৃষিমন্ত্রী

দেশে হরতাল অবরোধ আর হবে না

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যেকোনো মূল্যে আমরা এটাকে মোকাবিলা করব। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল। অনেক সক্ষমতা অর্জন করেছে। দেশে হরতাল-অবরোধ হবে না। পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া, অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মারা, শিশুকে হত্যা করা- এসব আর করতে দেব না। বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে অনেক বেশি সম্মানের জায়গায় দাঁড়িয়েছে। এখান থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’

মন্ত্রী গতকাল রোববার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে দুই দিনব্যাপী ‘বারি প্রযুক্তি প্রদর্শনী ২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিবিদ আব্দুল মান্নান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, সায়েনটিস্ট ইমিরেটাস ড. কাজী এম বদরুদ্দোজা, বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মদন গোপাল সাহা, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. লুৎফর রহমান।

মন্ত্রী বলেন, ‘সরকারের প্রথম অঙ্গীকার রয়েছে পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো দেশে শিল্প-কারখানা গড়ে তোলা। আমাদের ছেলেমেয়েদের দক্ষ জনশক্তিতে গড়ে তুলে চাকরির ব্যবস্থা করা। সেক্ষেত্রে আমাদের আরেকটি চ্যালেঞ্জ আছে কৃষি সম্পর্কে, সেটি হলো কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ এবং বাণিজ্যিকীকরণ।’

তিনি বলেন, ‘দেশের এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শান্ত থাকা দরকার। আমরা এটা করব। বাংলাদেশ সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close