নোবিপ্রবি প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

নোকসু নির্বাচন চান নোবিপ্রবি শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনের ঢেউ লেগেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (নোবিপ্রবি)। ১১ মার্চ ঢাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপরেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (নোকসু) নির্বাচন চাচ্ছেন সেখানকার সক্রিয় ছাত্রসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. এম অহিদুজ্জামানের মনোভাবও ইতিবাচক।

২০০১ সালে প্রতিষ্ঠার পর নোবিপ্রবিতে পরবর্তী ২০ বছরের জন্য ক্যাম্পাসকে ছাত্র-শিক্ষক রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়। ২০১৭ সালের অক্টোবরে ছাত্রলীগের কমিটি গঠনের মাধ্যমে ছাত্ররাজনীতির আত্মপ্রকাশ ঘটে। এদিকে ঢাকসু নির্বাচনের তারিখ ঘোষণার পর নোকসু নির্বাচনের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। এই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা প্রচারণা শুরু করে দিয়েছেন অনেকে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিন্টু মল্লিক বলেন, শিক্ষার্থীদের অধিকারসহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা এবং সেগুলোর সমাধানে নেতৃত্ব প্রয়োজন। একমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই এ নেতৃত্ব উঠে আসে। এজন্য বিশ্ববিদ্যালয়ে নোকসু চাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close