উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পলক

নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। গতকাল শুক্রবার কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

আইসিটি প্রতিমন্ত্রী গাড়ি যোগে বেলা ১টার দিকে উখিয়ার সদর স্টেশন জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেল ৩টার সময় কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন এবং মিয়ানমার থেকে নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা গুলিবিদ্ধ স্বজনহারা কয়েকজন নারী-পুরুষের সঙ্গে কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ও নতুন আসা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেওয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন কক্সবাজার ডিসি কামাল হোসাইন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান। উখিয়া থানার ইনচার্জ মো. আবুল খায়েরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close