ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

ঈশ্বরগঞ্জে মুখপোড়া হনুমান!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালোমুখো হনুমানের দেখা মিলেছে। এ প্রজাতির হনুমানকে স্থানীয়ভাবে মুখপোড়া হনুমান বলা হয়। গত কয়েক দিন ধরে বিভিন্ন গ্রামে ছুটে বেড়াচ্ছে বিরল প্রজাতির তালিকাভুক্ত হনুমানটি। তবে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত হনুমানটি উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় মুরুব্বিরা জানিয়েছেন ঈশ^রগঞ্জে হনুমান নেই। এটি গাড়ো পাহাড় থেকে কিংবা টাঙ্গাইল জেলার মধুপুর বন থেকে কোনো যানবাহনে চড়ে এ এলাকায় এসেছে। এখন নতুন পরিবেশে খাপ খাওয়াতে না পেরে দিগি¦দিক দৌড়াদোড়ি করছে। উপজেলার উচাখিলার বিভিন্ন গ্রাম কয়েক দিনে ঘুরে বড়হিত ইউনিয়নের কাঁঠাল গ্রামের আবুল মিয়ার বাড়িতে অবস্থান করছে কালোমুখো হনুমানটি। মধুপুর বন থেকে গাড়ি ছাদে বসে হনুমানটি ঈশ^রগঞ্জে গেছে বলে ধারণা স্থানীয়দের। স্থানীয় প্রশাসন হনুমানটির বিষয়ে অবগত থাকলেও গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত তা উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সরেজমিন দেখা যায়, একটি কদম্ব গাছে দেখা যায় কালোমুখো হনুমানটি বসে আছে। হাত-পা, মুখ সবই কালো বর্ণের হনুমানটি খাবার খুঁজছিল তখন।

স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে এখানে হনুমানটি রয়েছে। বিভিন্ন গ্রাম ঘুরে এখানে এসছে হনুমানটি। দ্রুত হনুমানটিকে তার আপন আশ্রয়ে ফিরিয়ে দিতে কার্যক্রর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। ঈশ^রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়া জানান, হনুমানটি উদ্ধারে বন বিভাগের লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close