ঢাবি প্রতিবেদক

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

ডাকসু নির্বাচন

হলের বাইরে ভোটকেন্দ্র চেয়ে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের আসন্ন নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে করাসহ পাঁচটি দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোট। জোটের আশঙ্কা, ভোটকেন্দ্র ‘হলে’ করা হলে নির্বাচন হবে একতরফা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট। বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও ব্যবসায় শিক্ষা অনুষদ ঘুরে মিছিলটি উপাচার্যের কার্যালয়ে যায়। উপাচার্যের কার্যালয়ের মূল ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করে জোটের দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। দাবি তুলে ধরেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সভাপতি সাদেকুল ইসলাম সোহেল। বেলা ১টায় স্মারকলিপি দিতে উপাচার্যের কক্ষে যায় জোটের প্রতিনিধিদল। উপাচার্যের কক্ষের বাইরে এসে জোটের নেতারা জানান, উপাচার্য তাদের বলেছেন, দাবিগুলো প্রশাসন ভেবে দেখবে।

প্রগতিশীল ছাত্রজোটের অন্য দাবিগুলো হলো ক্যাম্পাস ও হলে সব ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাধীন মতের পরিবেশ নিশ্চিত করা। গণরুম ও গেস্টরুম সংস্কৃতি উচ্ছেদ করে প্রথম বর্ষ থেকেই মেধা ও প্রয়োজনের ভিত্তিতে আসন বণ্টন। তফসিলের আগেই ডাকসু ও হল সংসদের ফি প্রদানকারী সব শিক্ষার্থীর ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা। শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচার ও প্রচারে জাতীয় নেতাদের অংশগ্রহণের ওপর আরোপিত বাধা বাতিল করা।

ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র নিয়ে গত শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের প্রতিবাদ জানায় প্রগতিশীল ছাত্রজোট। বাম ধারার এই ছাত্র নেতারা বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে আঘাত করেছে। ঢাবি উপাচার্যকেও ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close