নিজস্ব প্রতিবেদক

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

বিশ্ব ক্যানসার দিবস আজ

ক্যানসার নিয়ন্ত্রণে প্রয়োজন সচেতনতা

বিশ্ব ক্যানসার দিবস আজ। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। ক্যানসার রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এই রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করাই হবে দিবসটি পালনের উদ্দেশ্য।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমান ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখের বেশি। প্রতি বছর বাংলাদেশে প্রায় দুই লাখ লোক ক্যানসার রোগে আক্রান্ত এবং প্রায় দেড় লাখ লোক মারা যাচ্ছে। এই বিপুলসংখ্যক রোগীর তুলনায় মানসম্মত চিকিৎসার সুবিধা এখনো অপ্রতুল। মূলত রাজধানী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া ক্যানসার সচেতনতায় রাষ্ট্রীয়ভাবে কোনো সামাজিক আন্দোলন গড়ে না ওঠায় সাধারণের ভেতর এ সংক্রান্ত সচেতনতা তৈরি হয়নি। সবার মাঝে এ সচেতনতা সৃষ্টি করতে হবে আক্রান্ত হলে ‘চিকিৎসা’ দেয়াটাই ক্যানসার সেবা নয়, ক্যানসার থেকে সুরক্ষাও সেবা। সম্প্রতি একদল রুশ চিকিৎসাবিজ্ঞানী কপ্রণসার চিকিৎসাসংক্রান্ত গবেষণা চালিয়ে দেখেছেন, খাদ্যাভ্যাস ও জীবনযাপন প্রক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে ক্যানসার থেকে মুক্ত থাকা সম্ভব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close