হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

আল্লামা শফীর সঙ্গে তুর্কি প্রতিনিধি দলের সাক্ষাৎ

হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় ওই প্রতিনিধি দল আসে বলে জানান মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল।

তিনি জানান, সকাল ১০টার দিকে প্রতিনিধিদলটি মাদ্রাসায় প্রবেশ করে প্রথমে মাদ্রাসা ক্যাম্পাস ঘুরে দেখে। এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী বাজি। দলের অন্য সদস্যরা হলেনÑ খলিল ইব্রাহিম ইলমাজ, ইউসুফ খারা, নেহাত ওজদেমির ও সানের যে জেভেজি। মুফতি সরওয়ার কামাল আরো জানান, মাদ্রাসা পরিদর্শন শেষে হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন হেফাজত আমিরের ছেলে মাওলানা মুহাম্মদ আনাস মাদানী, মাওলানা আনোয়ার শাহ, ড. মাওলানা নুরুল আবছার, মুফতি সরওয়ার কামাল ও মাওলানা আবদুস সবুর প্রমুখ। সাক্ষাৎ শেষে হেফাজত আমিরের আমন্ত্রণে তারা মাদ্রাসায় মধ্যাহ্নভোজ শেষে দুপুর ১টার দিকে মাদ্রাসা ত্যাগ করেন। উল্লেখ্য, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার জন্য মূলত তারা এসেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে রওনা হবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close