reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০১৯

স্যানিটারি ইন্সপেক্টরদের গ্রেড উন্নীতকরণের দাবি

স্বাস্থ্য বিভাগীয় স্যানিটারি ইন্সপেক্টরদের গ্রেড উন্নীতকরণের দাবি জানিয়েছেন স্যানিটারি ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ বিষয়ে সংগঠনটির সভাপতি ও ভারপ্রাপ্ত মহাসচিব এক যুক্ত বিবৃতিতে বলেন, স্যানিটারি ইন্সপেক্টরদের পদটি বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, ১৮৮৪ অনুসারে জেলা বোর্ডে প্রথম সৃজন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে ১৯৭৩ সালে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে জোরদার করার লক্ষ্যে তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে আত্মীকরণ করা হয়। পরবর্তী সময়ে ‘খাদ্য আইন-২০১৩’ প্রণয়ন করা হয় এবং ১ ফেব্রুয়ারি, ২০১৫ ইং তারিখ থেকে কার্যকর করা হয়।

তাদের দীর্ঘদিনের দাবি দশম গ্রেডে (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) এবং নবম গ্রেড (প্রথম শ্র্রেণির গেজেটেড) উন্নীত করা হলে তারা মানসিকভাবে উজ্জীবিত হবেন ও কাজের স্পৃহা বৃদ্ধি পাবে। তাছাড়া জনসংখ্যা ও হাট-বাজারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে নিরাপদ খাদ্য পরিদর্শকের সংখ্যা বৃদ্ধি আগেও স্যানিটারি ইন্সপেক্টরের নতুন পদ সৃজন করা বিশেষ প্রয়োজন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close