নিজস্ব প্রতিবেদক

  ২৮ জানুয়ারি, ২০১৯

ইজতেমা পালনের নির্দেশনা চাওয়া রিট খারিজ

তাবলিগ জামাতের অংশগ্রহণে বিশ্ব ইজতেমা পালনের নির্দেশনা চাওয়া রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিশ্ব ইজতেমার সময়সূচি বিষয়ে উভয় পক্ষের সমঝোতা এবং সরকারের সিদ্ধান্তের বিষয়ে আদালতকে অবহিত করার পর গতকাল রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে বুধবার সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিশ্ব ইজতেমার সময়সূচি জানানো হয়।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি রিটের শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। ২১ জানুয়ারি সোমবার হাইকোর্টের একই বেঞ্চে রিটটি উপস্থাপন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস মোল্লা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close