নিজস্ব প্রতিবেদক

  ২৭ জানুয়ারি, ২০১৯

ডিএনসিসি নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শনিবার বিকালে দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ বলেন, শিগগিরই নির্বাচনে না যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। মাওলানা ইউনুস আহমাদ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা নেই। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অভিজ্ঞতা ভালো নয়। ভোটাররা প্রতারিত হয়েছেন। ফলে সামগ্রিকভাবে আমরা এ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী না। সেটা উপজেলা নির্বাচন হোক আর ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন হোক। আমরা তিন থেকে চার দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব। দলীয় সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও উপজেলা নির্বাচনে প্রার্থিতা না দেওয়ার বিষয়ে ঘোষণা দেবে ইসলামী আন্দোলন। ২০১৫ সালে অনুষ্ঠিত ডিএনসিসি নির্বাচনে প্রার্থী দিয়েছিল দলটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close