নিজস্ব প্রতিবেদক

  ২৭ জানুয়ারি, ২০১৯

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা আটক ৪

সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। আটকরা হলেনÑ মো. খালিদ বিন বাশার নাহিদ, মো. আখতারুজ্জামান ওরফে কাজল, মো. আবদুর রউফ ও মো. আনিসুজ্জামান ওরফে তপন। তাদের কাছ থেকে মোবাইল ফোন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ডিএমপির মনোগ্রামযুক্ত ভিজিটিং কার্ড এবং ফাঁকা জিডি কপি জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, চক্রটি সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছদ্মবেশে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিত। ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে এসএমএস পাঠাত। পরে চক্রের সদস্যরা ফোনে সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে সন্তানকে অপহরণ করার হুমকিও দিত। এ ছাড়াও তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাগজপত্র জাল করে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close