বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ২৭ জানুয়ারি, ২০১৯

৬ মাসের মধ্যে রাসিকের আর্থিক অবস্থার পরিবর্তন করা হবে : মেয়র লিটন

আগামী ছয় মাসের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আর্থিক অবস্থার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার দুপুরে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে রাজশাহী সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির প্রথম সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় রাসিকের আয় বৃদ্ধিতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি।

ওয়ার্ড পর্যায়ে হোল্ডিং ট্যাক্স আদায়ে ক্যাম্প পরিচালনা, বিনা অনুমতিতে বিল বোর্ড, পোস্টার, ট্রেড লাইসেন্সে বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মেয়র রাসিকের আয় সংশ্লিষ্ট সব কাজে নিয়োজিতদের আরো বেশি আন্তরিক হবার পরামর্শ প্রদান করেন। সভায় রাসিকের গত জুন হতে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত আয় ও ব্যয়ের বিভিন্ন খাত নিয়েও আলোচনা করা হয়।

রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার, নিযাম উল আযীম, মো. আবদুস সোবহান, মো. নজরুল ইসলাম, মো. আবদুল মমিন, সচিব মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী প্রকৌশলী মো. নূর ইসলাম তুষার, ভ্যাটেরিনারি সার্জন ডা. মো. ফরহাদ উদ্দিন, রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদ, প্রধান কর নির্ধারক মো. মঞ্জুরুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নিজামুল হোদা, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) ইমতিয়াজ হোসেন শিমুল, ভান্ডার কর্মকর্তা আহসান হাবীবসহ বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close