গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০১৯

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে জামাল (৪৫) নামে একজন বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। তিনি গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ঢাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গত বুধবার শেষরাতে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার রাতে জামালসহ কয়েকজন মিলে সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চরআষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে এ সময় ঘটনাস্থলেই জামাল নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন রাখাল জামালের লাশ নিয়ে পালিয়ে আসেন। এ বিষয়ে বিজিবির সাহেবনগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদর সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে প্রতিদিনের সংবাদকে জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফের গুলিতে জামাল নিহত হন। তার সহযোগীরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ ব্যাটালিয়নের সাহেবনগর সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার সুলতান মোল্লা বলেন, বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close