বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ২৫ জানুয়ারি, ২০১৯

২০০ বছরের পুরনো পুকুর ভরাট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের নেতৃত্বে ২০০ বছরের পুরনো একটি সরকারি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগ পাওয়া গেছে। পাশের একটি খাল থেকে যন্ত্রের সাহায্যে এক মাস ধরে বালু তুলে পুকুর ভরাটের কাজ চলছে। পুকুরের প্রায় অর্ধেকের বেশি এরই মধ্যে ভরাট হয়ে গেছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট করা যাবে না। এই আইন লঙ্ঘন করে উপজেলার রূপসদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন ওরফে বাদলের নেতৃত্ব পুকুরটি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ৮৬ শতকের ওই পুকুরটি হোগলাকান্দি গ্রামের ২০০ বছরের পুরনো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হোগলাকান্দি গ্রামের খননযন্ত্রের (শ্যালো ইঞ্জিন) মালিক জহিরুল হককে বালু ভরাট কাজের তদারকি করছেন। তিনি বলেন, আমি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি। পুকুর সংলগ্ন বিদ্যালয়ের তিনতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এলাকায় কোনো মাঠ নেই। কেউ মারা গেলে জানাজা পড়ানো যায় না। তাই গর্তটি ভরাটের উদ্যোগ নিয়েছিলাম। ইউপি সদস্য মো. মহিউদ্দিন বাদল বলেন, আমি পুকুর ভরাটের সঙ্গে জড়িত না। এসব বিষয়ে আমি কিছু জানি না। ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব জানান, গত বুধবার পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিল। পুকুর ভরাট বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close