পাবনা প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০১৯

পাবিপ্রবি প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ধর্মঘট

শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ এনে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার থেকে ক্যাম্পাসের প্রশানিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা লাগিয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। এ কারণে গতকাল বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিনে স্থগিত হয়ে গেছে পূর্বনিধারিত পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, নেশাগ্রস্ত অবস্থায় আসিফ ইকবাল চিন্ময় নামের এক বখাটে গত শুক্রবার রাতে শহরের রাধানগর মহল্লার একটি ছাত্রীনিবাসে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। তারা আরো জানান, ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের চাচার বাড়িতে বসে সমঝোতা করার চেষ্টা এবং মিষ্টি খেয়ে চলে আসেন। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে চাপ দিলে ওই বখাটে গ্রেফতার হয়। তার নাম আসিফ ইকবাল চিন্ময় (২৭)। সে রাধানগর বটতলা এলাকার আমিরুল ইসলামের ছেলে।

পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু বলেন, শিক্ষার্থীরা স্থানীয় বখাটেদের দ্বারা ছিনতাই, মারধর এমনকি ছুরিকাঘাতের শিকার হলেও বিশ^বিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে পারে না। সম্প্রতি এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টাও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বিশ^বিদ্যালয় প্রক্টর। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দানে ব্যর্থ প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবির আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি। পাবিপ্রবি প্রক্টর প্রীতমকুমার দাস সমঝোতার বিষয়টি অস্বীকার করে প্রতিদিনের সংবাদকে জানান, আমি যদি সমঝোতাই করতাম তবে ওই দিন বাদী হলাম কীভাবে। শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। ছাত্রী শ্লীতাহানির চেষ্টা করার ঘটনার পর আমি নিজেই থানায় অভিযোগ করি এবং সঙ্গে সঙ্গে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close