রাবি প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০১৯

রাবি ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত : যুবক আটক

পূর্বশত্রুতার জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ নেতা ইমতিয়াজের গলায় প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে বহিরাগত এক যুবক। গত রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। ইমতিয়াজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। আটককৃত আদিব ইশতিয়াক বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার বাবলুর রশিদের ছেলে। তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক। ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে ইমতিয়াজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার বঙ্গবন্ধু হলের পাশে দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ থেকে সাতটি মোটরসাইকেল নিয়ে বহিরাগত কয়েকজন ওই দোকানের সামনে এসে আচমকা একজন ইমতিয়াজের গলায় ছুরি মেরে পালিয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে আদিবকে আটক করে বঙ্গবন্ধু হলে নিয়ে আসেন। পরে পুলিশে দেওয়া হয়। এদিকে আদিবকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানববন্ধন করেন তারা। এ সময় মানববন্ধন থেকে আদিবের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ঘটনার কিছুক্ষণ আগে কাজলা গেটে বহিরাগতদের সঙ্গে আমাদের নেতাকর্মীদের ঝামেলা হয়।এরপর বহিরাগতরা ইমতিয়াজকে ছুরিকাঘাত করে। আমরা একজনকে আটক করেছিলাম। সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে পুলিশে দিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close