ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০১৯

ঠাকুরগাঁওয়ে নর্থ সাউথ শিক্ষার্থীদের কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল সোমবার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাব’ ব্যানারে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীতার্তদের মাঝে ৯০০ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির।

এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ ইমতিয়াজ খান, হেড অব অপারেশন ওয়ালিউর বিন তনয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোফাস্সের হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে এ বিশ্ববিদ্যালয়ের ক্লাবটির ৪০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোস্যাল সার্ভিসেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, শীতার্ত মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটাতেই এত দূর ছুটে আসা। ক্লাবটি প্রতি বছর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে। এবার ঠাকুরগাঁওয়ের ৯০০ শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল দেওয়া হয়। শীতবস্ত্র প্রদানকারী কোমলমতি শিক্ষার্থীদের জন্য দোয়া করেন শীতবস্ত্র পাওয়া দরিদ্র শীতার্ত মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close