ঝিনাইদহ প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০১৯

সড়ক নির্মাণকাজে দুর্নীতি কাজ বন্ধ করলেন স্থানীয়রা

রাস্তা থেকে ওঠানো পুরনো পাথরের সঙ্গে আবর্জনাযুক্ত বালু মিশিয়ে রোলার করার কারণে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর-মুজিবনগর সড়ক প্রকল্পের সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের হলিধানী বাজারের জনগণ রাস্তার কাজ বন্ধ করে দেয়। স্থানীয় মিজানুর রহমান বলেন, রাস্তায় ময়লাযুক্ত বালুর সঙ্গে অল্প খোয়া মিশিয়ে রাতারাতি রোলার করার বিষয়টি প্রথমে তার নজরে আসে। রাস্তায় ৭৫% বালু ও ২৫% খোয়া দিয়ে নির্মাণ করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বাজার কমিটির অনেকে অভিযোগ করেন, নির্মাণে একেবারেই নিম্নমানের দ্রব্য ব্যবহার করা হচ্ছে।

ঝিনাইদহ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজটি পান ময়মনসিংহের ঠিকাদার শামীম এন্টারপ্রাইজ। তার কাছ থেকে কাজটি কিনে নেন আবু মুনছুর এন্টারপ্রাইজ। পুরনো রাস্তার পিচযুক্ত পাথর হলার করে রাস্তায় ব্যবহার করা হচ্ছিল। এর আগেও একই কারণে কয়েক দফা কাজটি বন্ধ করে দিয়েছিল এলাকাবাসী। এই কাজ তদারকিতে ঝিনাইদহ সড়ক বিভাগের গাফিলতি আছে বলেও স্থানীয়দের অভিযোগ। রাস্তার কাজ বন্ধ করার কথা স্বীকার করে ঝিনাইদহ সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তানভির আহম্মেদ জানান, ‘হলিধানী বাজার কমিটির কথামতো রাস্তা উঁচু করতে গিয়ে ঠিকাদার মূল নকশা অনুসরণ করছেন না। এ কারণে হয়তো তিনি দুর্নীতি করতে পারেন। ঝিনাইদহ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ত্রুটি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close