প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৯

সড়কে ঝরল ১৩ প্রাণ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন, ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন, লক্ষ্মীপুরে হিউম্যান হলার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী এবং লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টÑ

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি, বুড়িচং ও ময়নামতী সেনানিবাস এলাকায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী নারী, এনজিওকর্মী, বেদেসহ আটজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় সাদত জুট মিলের সামনে প্রাইভেট কারের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটা রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে চালকসহ প্রাইভেট কারের ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তারা হলেন টাঙ্গাইলের সদর উপজেলার আকুরটাকুরপাড়া এলাকার মজিবুর রহমান (৫০) ও হুমায়ুন কবীর (৪৮)। নিহতরা বেসরকারি এনজিও সোসাইটি অব সোস্যাল সার্ভিসের কর্মকর্তা। দাউদকান্দির গৌরীপুর এলাকায় যাত্রীবাহী বাস এক নারী পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নুরুন্নেসা বেগম (৩০) নামের ওই নারী ও বাসযাত্রী সাগর (২৫) ও অজ্ঞাত (২৭) যুবক মারা যান। আহত হন কমপক্ষে ১৮ জন। একই মহাসড়কের কুমিল্লার ময়নামতী সেনানিবাস এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসকে পুলিশের উদ্ধারকারী রেকার ধাক্কা দিলে আঁশারী মন্ডল (২০) নামের এক বেদেনী গাড়ি থেকে ছিটকে পড়ে নিহত হন। এ ছাড়া মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ওই বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার গুরুতর আহত হস। পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজার ফাহাদ আলীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের হেলপার মনোয়ার হোসেনকে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসের চালক আনোয়ার হোসেন (৫৫) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর গ্রামের আবদুল আজিজের ছেলে এবং ট্রাকের সহযোগী মো. ইউনুস (২৮) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নারায়ণপুর গ্রামের আবদুল মজিদের ছেলে।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে হিউম্যান হলার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন স্বপন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে সদর উপজেলার নূরী গাছতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন সদর উপজেলার দক্ষিণ মজুপুর গ্রামের মৃত সাফাউদ্দিনের ছেলে। এ ঘটনায় মো. সৌরভ নামে এক লেগুনা যাত্রী আহত হয়েছেন। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক শফিকুল ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা।

এ ছাড়া সদর উপজেলায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে মুস্তফীর হাট এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় আবদুল খালেক (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। আবদুল খালেক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকার বাসিন্দা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close