চবি প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৯

চবি প্রীতিলতা হলে বার্ষিক ক্রীড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ। প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোয়াজ্জেম হোসেন। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান বিচারক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম রাকিবুল মাওলা এবং ক্রীড়াবিদদের পক্ষে ক্রীড়াবিদ ঊষা চাকমাকে উপ-উপাচার্য শপথবাক্য পাঠ করান। প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক সাবিহা রায়হান শশীর নেতৃত্বে ক্রীড়াবিদদের মার্চপাস্ট অনুষ্ঠিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close