আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৯

ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুতে ৪৮ জনের মৃত্যু

ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ায় এখন পর্যন্ত অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৩ ছাড়িয়েছে। এই মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনাগুলো ঘটেছে চলতি মাসের ১ তারিখ থেকে গতকাল শনিবার পর্যন্ত।

বিদেশি পর্যটকে মুখরিত থাকা রাজস্থানে এ প্রাদুর্ভাব বড় আকারে শুরু হলেও দিল্লির মতো স্থানেও সোয়াইন ফ্লুতে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। সাধারণত শীতকালে ভারতের পশ্চিম ও উত্তরের এলাকায় এ রোগের প্রাদুর্ভাব বাড়ে। ভারতের গণমাধ্যম এমডিটিভি ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সহযোগী এবং ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চলতি মাসে এই রোগে মারা গেছেন ৪৮ জন। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১২০০ মানুষ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close