বরিশাল প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০১৯

৯ দিনেও উদ্ধার হয়নি শিশু পুঁটি

বরিশাল নগরীর কলেজ রোড এলাকা থেকে ৯ দিন আগে নিখোঁজ হওয়া ৪ বছরের শিশু দীপা রানী পুঁটিকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে ৪ আসামিকে গ্রেফতার করা হলেও শিশু পুঁটি উদ্ধার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এদিকে শিশু পুঁটি এখন জীবিত না মৃত তাও বলতে পারছে না প্রশাসন। তাই পুঁটির পরিবার ও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হতাশা প্রকাশ করেছেন।

জানা গেছে, গত রোববার শিশু পুঁটি নিখোঁজ হওয়ার পর তার বাবা বিনয় সমাদ্দার সোমবার সকালে অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই সাইদুল ইসলাম বলেন, পুঁটির সন্ধান এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে পুঁটির বাবার মোবাইল ফোনে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবিকারীদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা মুক্তিপণ দাবির কথা স্বীকার করলেও অপহরণের কথা স্বীকার করেননি। এসআই সাইদুল বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। এদিকে ঘটনার ৯ দিন কেটে গেলেও পুঁটির খোঁজ না পেয়ে মুষড়ে পড়েছেন তার বাবা-মা। পুঁটির বাবা বলেন, ‘মেয়ে আমার কেমন আছে, কোথায় আছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি পুলিশ।’ সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, পুলিশ কেন ৯ দিনেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাছির উদ্দিন মল্লিক বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close