চট্টগ্রাম ব্যুরো

  ১৫ জানুয়ারি, ২০১৯

মাইজভান্ডারী ট্রাস্ট

চট্টগ্রামে ১০৬ জনকে ৪১ লাখ টাকা সহায়তা

সৈয়দ জিয়াউল হক পরিচালিত দারিদ্র্যবিমোচন প্রকল্পের উদ্যোগে ১০৬ জনকে ৪১ লাখ ৮২ হাজার টাকা সহায়তা করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরের জেলা পরিষদ মিলনায়তনে বেকার, পুঁজিহীন, কর্মক্ষম এসব ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে কলের লাঙল, অটোরিকশা, হাঁস-মুরগির খামার, ছাগল পালন, সেচ পাম্প, সিএনজিচালিত ট্যাক্সি, ধান মাড়াইয়ের মেশিন, সেলাই মেশিন, ভ্যানগাড়ি, নৌকা ও জাল কেনার জন্য এসব টাকা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ওলিরা নির্দিষ্ট কোনো জাতির নয়, তারা সমগ্র সৃষ্টির কল্যাণ সাধনে নিয়োজিত থাকেন। তারা সব সময় মানুষকে সত্য, শান্তি, ঐক্য এবং কল্যাণের পথ বাতলে দেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই উপকৃত হন তাদের দ্বারা।’

দারিদ্র্যবিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদ সহ-সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা, কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close