নিজস্ব প্রতিবেদক

  ১৫ জানুয়ারি, ২০১৯

মালিককে মারধর

কাস্টম হাউস ঘেরাও করে রাখলেন এজেন্টরা

ঢাকা কাস্টম হাউসের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কাস্টমস এজেন্টরা। গতকাল সোমবার দুপুরে বারি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমানকে কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহবুব মারধর করেছেন বলে অভিযোগ কাস্টম এজেন্টদের। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা। সোমবার বিকেল থেকে বিক্ষোভ শুরু করেন কাস্টমস এজেন্টরা। এতে কাস্টম হাউসের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

এ প্রসঙ্গে কাস্টমস এজেন্ট জুলহাস বলেন, জেসি (জয়েন্ট কমিশনার) মাহবুব দীর্ঘদিন ধরেই এজেন্টদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। আজ একটি প্রতিষ্ঠানের মালিককে মারধর করেছেন। তার অপসারণের দাবিতে আন্দোলন চলছে।

ঘটনা প্রসঙ্গে বারি এন্টারপ্রাইজের মালিক আনিসুর রহমান বলেন, ‘একটি মালের (পণ্যের) ভ্যালুর কাগজপত্র নিয়ে জেসি মাহবুবের রুমে গিয়েছিলাম দুপুর ২টায়। কাগজপত্রে পণ্যের ভ্যালু কম লিখেছি বলে তিনি আপত্তি জানান এবং আমাকে মারধর শুরু করেন। এরপর আমার আইডি কার্ড রেখে দেন। জোর করে আমার কাছ থেকে লিখিত নেন। এর আগেও তিনি একাধিক এজেন্টকে মারধর করেছেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close