reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৯

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৬ জানুয়ারি দৈনিক প্রতিদিনের সংবাদে প্রকাশিত ‘নাগরপুর মন্দির দখলের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পরিমল চন্দ্র রায় গং। তারা বলেন, নাগরপুর উপজেলার কোকাদাইর মৌজার ২২০নং খতিয়ানের ৮৭৮নং দাগের ৪৫ শতাংশ এবং ৮৭৭নং দাগের ৯.৫ শতাংশ মোট ৫৪.৫ শতাংশ জমি তাদের বাবা গোষ্ট বিহারি রায়ের নামে ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি কেনা হয়। জনৈক চিত্তরঞ্জন সূত্রধর জমিটি তাদের বলে টাঙ্গাইল কোর্টে মামলা করলে সেটি চ্যালেঞ্জ করা হয় এবং পরে ২০০১ সালের ৩০ জানুয়ারি কোর্ট পরিমল চন্দ্র রায় গংয়ের পক্ষে রায় দেন। পরে জমিটি অর্পিত সম্পত্তির অন্তর্ভুক্ত এবং লিজ নেওয়া হয়েছে বলে দাবি করে আবেদন জানালে সেটিও খারিজ হয়ে যায় এবং জমিটি কখনো অর্পিত সম্পত্তি ছিল না বলে আদালত জানান। চিত্তরঞ্জন সূত্রধর এর বিরুদ্ধে আপিল করলে তাও খারিজ হয়ে যায়। এদিকে নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close