কূটনৈতিক প্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৯

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্ব একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

তাদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিরা যাতে বিদেশ থেকে ভোট দিতে পারেন, সে ব্যাপারে কী করা যায়, তা নিয়ে কাজ করা হবে। এ সময় তিনি দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে প্রবাসীদের এ দেশে অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান ড. মোমেন। এ সময় সিলেট বিমানবন্দর সম্প্রসারিত করতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও বলেন তিনি।

মোমেন বলেন, ‘আমিও প্রবাসী ছিলাম। তাই তাদের সমস্যা সমাধানে দেশের বিমানবন্দরগুলোকে সম্পূর্ণ সিসি টিভির আওতায় আনা হবে। যাতে কেউ হয়রানির শিকার না হন।’ প্রবাসী নেতারা তাদের জন্য একটি ইপিজেড প্রতিষ্ঠার অনুরোধ জানান মন্ত্রীর কাছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close