চট্টগ্রাম ব্যুরো

  ১১ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামে সংবর্ধিত হতে রাজি হননি ভূমিমন্ত্রী

চট্টগ্রামে নিজ দলের নেতাকর্মীরা বিপুল সংবর্ধনা দিতে চেয়েছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে। কিন্তু তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। তার কথা হলোÑ এ ধরনের সংবর্ধনায় জনগণ, পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্ভোগ হয়, কষ্ট হয়। সঙ্গে অহেতুক টাকা খরচ তো আছেই। সেজন্য তিনি এই সংবর্ধনা নিতে রাজি হননি।

গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখানে উপস্থিত নেতাকর্মীদের এ কথা জানান তিনি। এদিকে ভূমিমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েকদিন থেকে বিমানবন্দরে সংবর্ধনার প্রস্তুতি নিয়েছিল আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। কিন্তু তিনি কোনো সংবর্ধনা নেবেন না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) রিদাউনুল করিম সায়েম। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে পূর্বনির্ধারিত চট্টলবাসীর অভ্যর্থনা-সংবর্ধনা নিতে রাজি হননি মন্ত্রী। এজন্য মন্ত্রী সব নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীর কাছে দুঃখ প্রকাশ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে আনোয়ারা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, ভূমিমন্ত্রীর নির্দেশে দলের পক্ষ থেকে ভাড়া করা সব যানবাহন (ট্রাক-বাস) বাতিল করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close