reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৯

শিক্ষাবিদ আবুল হাসেমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

সিংহখালী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিক্ষাবিদ আবুল হাসেমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত কলেজে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সিংহখালীতে তার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও এতিম ভোজের আয়োজন করা হয়েছে। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে প্রাইমারি, হাই স্কুল ও কলেজ, মসজিদ ও মাদরাসাসহ পোস্ট অফিস গড়ে তোলেন। সিংহখালীতে তার দান করা জমিতে বর্তমানে একটি ১০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও বাগেরহাট জেলাসমূহে একজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন এবং এসব অঞ্চলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে অবদান রেখেছেন। তিনি ‘ভান্ডারিয়া দর্পণ’ শিরোনামে আঞ্চলিক ইতিহাসের একটি বই লিখেছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে মহান স্বাধীনতাযুদ্ধের অর্জিত বিজয় উদ্যাপন উপলক্ষে পিরোজপুর শহরের দাউদপুর হাই স্কুল মাঠে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের জনসভায় তিনি সভাপতিত্ব করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close