প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ জানুয়ারি, ২০১৯

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, চট্টগ্রাম, ঝিনাইদহ, ফেনী, ময়মনসিংহ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জে ১০ জন নিহত হয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানা খবর :

কুমিল্লা : কুমিল্লায় একটি ফলভর্তি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন পুটিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চট্টগ্রাম : নগরীর ইপিজেড মোড়ে লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতাকল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০) বলে জানা যায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আলী হোসেন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া গ্রামের মজো উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার কালীগঞ্জে মাহমুদপুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী : ফেনীর ফুলগাজীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সে মুন্সীরহাট ফাজিল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ফুলবাড়িয়ায় মাটিভর্তি ট্রাকের চাপায় ভ্যানচালক রহিম (৫০) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কান্দানিয়া বাজার থেকে ভ্যান চালিয়ে ছনকান্দা বাজারে যাবার পথে ছনকান্দা ব্রিজ সংলগ্ন স্থানে মাটি ভর্তি একটি ট্রাক সামনের দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। রহিম ছনকান্দা গ্রামের মৃত মীর আফতাব আলীর ছেলে বলে জানা গেছে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় সাফি নামের এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার যাদুপোদ্দার নামক এলাকায় এ ঘটনা ঘটে। উলিপুর পৌরসভার প্যানেল মেয়র সোহরাব হোসেন সাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজয়নগর : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন মঈনসহ সাতজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, দুর্ঘটনার খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহযোগী পালিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পেছন থেকে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের কইলাদিয়াড় এলাকার মিজানুর রহমান পলাশ (৩৩) ও একই ইউনিয়নের বাজারপাড়া-কলেজপাড়ার মো. সালাউদ্দিন মুকুলের ছেলে মশিউর রহমান পপেল (৩৫)। সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close