কুষ্টিয়া প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৯

কুষ্টিয়ায় চার ছাত্র ও বাবুর্চি আগুনে দগ্ধ

কুষ্টিয়ায় এক মাদ্রাসায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট অগ্নিকা-ে বাবুর্চি ও চার শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত ৯টার দিকে শহরের থানাপাড়ার মোমতাজুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলো মাদ্রাসার শিক্ষার্থী মহিবুল ইসলাম, নাঈম ইসলাম, ইমরান আলী ও তানভীর আলম এবং বাবুর্চি ফুলবাস। তাজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আরিফুজ্জামান বলেন, গতকাল রাতে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের জন্য রান্না করতে বাবুর্চি ফুলবাস গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করেন। গ্যাসের চুলায় সমস্যার কারণে তাতে আগুন জ্বলছিল না। গ্যাস সিলিন্ডার চালু রেখেই বাবুর্চি দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এ সময় আগে থেকে চালু থাকা গ্যাস রান্নাঘরের ভেতরে ঘনীভূত থাকায় দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়। সেখানে রান্নাঘরের ভেতরে থাকা বাবুর্চি ও চার শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রাকিবুল হোসেন বলেন, আহত ব্যক্তিদের শরীর ১০ শতাংশের কম দগ্ধ হয়েছে। তারপরও তাদের চিকিৎসায় দরকারি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close