নিজস্ব প্রতিবেদক

  ০৫ জানুয়ারি, ২০১৯

নোয়াখালীর গণধর্ষণে ড. কামালের উদ্বেগ

নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কামাল হোসেন বলেন, ভোটের দিন রাতে সুবর্ণচরের ধর্ষণের শিকার হওয়া নারীর (৪০) ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত লোমহর্ষক ঘটনা ঘটেছে। জাতি হিসেবে এ ঘটনা সবাইকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনো গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনা করা কঠিন।

বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে এবং এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত।

এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দেশের জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, এই লজ্জা সমগ্র জাতির। ওই নারী নির্যাতিত নয় বরং নির্যাতিত হয়েছে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close