আদালত প্রতিবেদক

  ০৪ জানুয়ারি, ২০১৯

আপিল বিভাগ পুনর্গঠন

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে, এখন থেকে আপিল বিভাগের ১ নম্বর বেঞ্চে বসবেন প্রধান বিচারপতিসহ আরো চারজন। তারা হলেনÑ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা, বিচারপতি মো. নুরুজ্জামান।এ ছাড়াও আপিল বিভাগের ২নং কোর্ট বসবে বিচারপতি ইমান আলীর নেতৃত্বে। একই বেঞ্চে আরো থাকবেন বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী। আগামী রোববার থেকে এ দুটি বেঞ্চ বসবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, মামলাজট কমাতেই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া মো. নুরুজ্জামান ননীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চেম্বার বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close