নিজস্ব প্রতিবেদক

  ০৩ জানুয়ারি, ২০১৯

পুনর্র্নির্বাচনের দাবিতে বামজোটের মানববন্ধন আজ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানিয়েছেন, অবিলম্বে পুনর্র্নির্বাচনের দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো কাপড় বেঁধে মানববন্ধন করবে গণতান্ত্রিক বামজোট। তিনি বলেন, ‘একটি ধর্ষণের ঘটনা থেকেই আওয়ামী লীগের চরিত্র পরিষ্কার হয়ে গেছে। নৌকায় ভোট না দেওয়ায় খুন-ধর্ষণ হতে হচ্ছে।’ নির্বাচন পরবর্তী কোনো কর্মসূচি থাকছে কি না জানতে চাইলে গতকাল বুধবার এসব কথা বলেন সিপিবি সভাপতি। সেলিম বলেন, ‘পুনরায় সুষ্ঠু ভোট এবং এ সরকারের পতনের দাবিতে আমরা আগামীকাল প্রথম কর্মসূচি ঘোষণা করেছি। প্রেস ক্লাবের সামনে কালোকাপড় বেঁধে আমরা মানববন্ধন করব। মানববন্ধনে সবাইকে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচকে ‘ভুয়া নির্বাচন’ দাবি করে তিনি বলেন, ‘এ নির্বাচনে চরমভাবে মানুষের মৌলিক অধিকার হরণ হয়েছে। আওয়ামী লীগের গুন্ডারা পুলিশকে সঙ্গে নিয়ে রাত থেকেই ভোট ডাকাতি করেছে। এর আগে কখনো এমন ভোট ডাকাতির ঘটনা ঘটেনি। ন্যূনতম লজ্জা থাকলে এভাবে সরকার গঠন করা যায় না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close