কেরানীগঞ্জ প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর, ২০১৮

ঢাকা-৩ আসন

ভোট না দিয়েই কেন্দ্র ছাড়েন গয়েশ্বর চন্দ্র রায়

ভোট গ্রহণের অনিয়ম ও দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করে ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফেরত যান ঢাকা-৩ আসনের বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিন সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যান তিনি। সেখানে ভোট গ্রহণের অনিয়ম ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন ধানের শীষের এই প্রার্থী। পরে তিনি নিজের ভোট না দিয়েই কেন্দ্র থেকে চলে আসেন।

বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় রোববার দুপুরে মুঠোফোনে বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় আমার ভোটকেন্দ্র আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি জনগণ ভোট দিতে পারছে না। আমার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। যেখানে আমার নেতাকর্মী ও জনগণ ভোট দিতে পারেনি, সেখানে আমি ভোট দেব কেন? তাই ভোট না দিয়ে আমি কেন্দ্র থেকে চলে আসি।’

ভোটে কারচুপির অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভোটে কারচুপি হয়েছে।

আড়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসমা বেগম বলেন, ‘শুনেছি বিএনপি প্রার্থী গয়েশ্বর বাবু এ কেন্দ্রে ভোট দিতে এসে, ভোট না দিয়ে চলে যান। এখানে কোনো অনিয়ম বা কোনো অভিযোগ থাকলে এ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা হিসেবে আমাকে জানাতে পারতেন। অথচ তিনি কাউকে না জানিয়ে এখান থেকে চলে গেলেন।’ তিনি আরো বলেন, ‘এ কেন্দ্রের অনিয়ম বা এজেন্টদের বের করে দেওয়ার বিষয়টি আমাকে জানানো হলে আমি সমস্যার সমাধান করতাম। এভাবে চলে গিয়ে অভিযোগ করা ঠিক হয়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close