বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ৩১ ডিসেম্বর, ২০১৮

বড়াইগ্রামে ভোটকেন্দ্রে শুধু আনসার ছিল

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বড়াইগ্রাম উপজেলার ৯৯ কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রই ছিল আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। কেন্দ্রগুলোয় আনছার ও ভিডিপি বাহিনীর সদস্য ছাড়া আর কোনো বাহিনীকে ডিউটিরত অবস্থায় দেখা যায়নি। এমনকি সারা দিনে কোনো ম্যাজিস্ট্রেটের গাড়ি বা পুলিশের গাড়ি বা র‌্যাব-বিজিপির গাড়ি চোখে পড়েনি। তবে কোথাও কোনো সহিংসতার ঘটনাও ঘটেনি। গতকাল সকাল ৮টায় ভোটকেন্দ্র খোলা হলেও ভোটারদের উপস্থিতি ছিল কম, তবে ১০টার পর থেকে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে। কেন্দ্রগুলোয় নতুন বা এবার প্রথম ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবদুল কুদ্দুস বিজয়ী হয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ। পরাজিত প্রার্থীরা হচ্ছেন লাঙ্গল প্রতীকের অধ্যাপক আলাউদ্দিন মৃধা (জাতীয় পার্টি), হাতপাখা প্রতীকের বদরুল আমিন মোহাম্মদ আলী মাস্টার (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও কুড়েঘর প্রতীকে হারুণ-অর-রশিদ (ন্যাপ)। এই আসনে বিএনপি প্রার্থী আবদুল আজিজের প্রার্থিতা বাতিল করেন হাইকোর্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close