আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ ডিসেম্বর, ২০১৮

ত্রিপুরায় বিজেপির বিপুল জয়

ত্রিপুরা রাজ্যের ১০৪ কেন্দ্রে ৯টি পৌরসভা এবং ৬৭টি নগর পঞ্চায়েতের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। এ নির্বাচনে বিজেপির জয় জয়কার হয়েছে। শতকরা হিসাবে বিজেপি মোট ভোট পেয়েছে ৯৯ দশমিক ৩৭ শতাংশ বলে এদিন সন্ধ্যায় মহাকরণে সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিনি আরো জানান, মাত্র একটি আসনে সিপিআই (এম) প্রার্থী জয়ী হয়েছেন। এটি উত্তর জেলার পানিসাগর পৌর পরিষদে। মাত্র ৪৫টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এই উপনির্বাচনের পর রাজ্যের ২০টি পৌর পরিষদের মধ্যে বিজেপি ১১টি আসনে সংখ্যাগরিষ্ঠ হয়েছে। আগরতলা পুরনিগমের ৪টি আসনের বিজেপি প্রার্থী জয়ী হয়েছে।

বিজেপি ভোটারদের জয়ী করার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যের সব ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন। উপনির্বাচনের কংগ্রেস দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং সিপিআই (এম) দলে নেমেছে তৃতীয় স্থানে। জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে দলটি রাজ্যজুড়ে বিজয় মিছিল করেছে। এবার ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে ব্যালট পেপারে হওয়ায় গণনা এবং ভোটের ফল প্রকাশে বেশি সময় লেগেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close