লামা (বান্দরবান) প্রতিনিধি

  ২৩ ডিসেম্বর, ২০১৮

লামায় দুই ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি

লামায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। উপজেলার দুর্গম এলাকা লামা সদর ইউনিয়নের ঘিলাপাড়া থেকে গত বৃহস্পতিবার রাতে দুজন ব্যবসায়ীকে অপহরণ করা হয় বলে জানা গেছে। অপহৃতরা হলেন লামার সদর ইউনিয়নের বৈল্লারচর এলাকার মৃত হাসান আলীর ছেলে মহরম আলী (২৮) এবং ঘিলাপাড়া এলাকার সতিস ত্রিপুরার ছেলে বাসামণি ত্রিপুরা। অপহৃতদের পরিবারের কাছে দুজনের জন্য সন্ত্রাসীরা ৫ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন। মিন্টু কুমার সেন অপহরণের সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকারীরা কারবারির ছেলের কাছে পাঁচ লাখ টাকা এবং অন্য বাঙালি ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। আলীকদম জোন সূত্র জানায়, ১০-১২ জনের সশস্ত্র একটি পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ দুই ব্যক্তিকে পথ দেখানোর কথা বলে নিয়ে গিয়ে জিম্মি করে। খবর পাওয়ার পর থেকে জোন কমান্ডারের নির্দেশে অপহৃতদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর অভিযান চলছে। এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে।

লামা থানা পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলী জানান, বিষয়টি শুনেছি। এলাকাটি খুবই দুর্গম। এ বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close